Advertisement

SIR এর ফর্ম পূরণের বিষয়ে দিলীয় কর্মী(BLA )দের কাজে অখুশি অভিষেক

BLA দের যেভাবে কাজ করার কথা বলেছিলেন, বহু জায়গায় সেভাবে BLA রা কাজ করছেন না। বেশ কিছু জেলায় দলের পারফরমেন্স ক্ষোভ তৈরি করেছে তাঁর মনে। পূর্ণ হয়নি প্রত্যাশা।

তাই যেন সেই পারফরমেন্স ঠিক করতেই ভার্চুয়াল বৈঠকের ডাক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। দলীয় সূত্রে খবর, আগামী ২৪ নভেম্বর অর্থাৎ সোমবার ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়া নিয়ে দলের সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি নতুন করে কিছু নির্দেশ ফেবেন। এদিকে SIR এর ফর্ম ফিলাপ শুরু হওয়ার পরেই দলে দলে মানুষ সীমান্ত দিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে। টা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সমালোচনায় মুখর নিজেপি।

বিধানসভা নির্বাচনের আগে কয়েক মাস আগে রাজ্যে চলছে নিবিড় পরিমার্জনের কাজ। আর এই আবহে ঠাকুরনগর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। ঠাকুরনগরে মতুয়াদের ভোটব্য়াঙ্ক।

এসআইআর-এর কারণে সেই ভোটব্যাঙ্ক যদি রুষ্ঠ হয় বা কোনও কারণে হাতছাড়া হয়, তা হলে তার প্রভাব কিছুটা হলেও শাসকশিবিরের ভোটে পড়বে বলেই মত একাংশের।

ফলত, সেই ঠাকুরনগরে বিশেষ করে মতুয়াদের উপর বাড়তি নজর দিতে চান অভিষেক। শুধুই ঠাকুরনগর নয়, এসআইআর পর্বের শুরু থেকেই উত্তর ২৪ পরগনা থেকেছে উত্তেজনার প্রাণকেন্দ্র। কখনও ভোটার তালিকা, কখনও বা অনুপ্রবেশ নানা প্রসঙ্গ উঠেছে সেখানে। তাই সেই উত্তর ২৪ পরগনাতেও অভিষেক বাড়তি নজর দিতে পারেন বলেই মত একাংশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *