Advertisement

এবার কি আবার ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হতে চলেছে?

তেমন একটা সম্ভাবনা কিন্তু সামনে আসছে। পাকিস্তানের এক প্রাক্তন মন্ত্রী স্বীকার করে নিয়েছেন যে ভারতের দিল্লি হামলার পিছনে পাকিস্তানের ভূমিকা ছিল।

এরপরে কি ভারত ‘নীরব’ থাকবে! দিল্লি বিস্ফোরণের আঁচ পাকিস্তানে। শঙ্কিত ইসলামাবাদ। ফের শুরু হবে অপারেশন সিঁদুর? পাকিস্তানকে ভাবাচ্ছে এই প্রশ্ন।

এই প্রেক্ষাপটে জল্পনা আরও বাড়িয়ে পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বললেন, পাকিস্তান হাই অ্যালার্টে রয়েছে। ভারতের সঙ্গে যুদ্ধে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মঙ্গলবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সতর্ক করেছেন।

তিনি জানিয়েছেন, উপমহাদেশীয় অঞ্চলে ক্রমাগত বাড়ছে উত্তেজনা। এর মাঝেই ভারত সম্পর্কে সতর্ক রয়েছে পাকিস্তান। এক সাক্ষাৎকারে আসিফ বলেন, “আমরা কোনও পরিস্থিতিতেই ভারতকে উপেক্ষা করছি না অথবা বিশ্বাসও করছি না।

আমার মনে হয় সীমান্তে আফগান অনুপ্রবেশ বা ভারতীয় আক্রমণ-সহ যেকোনও প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে। আমাদের অবশ্যই সম্পূর্ণ সতর্ক থাকতে হবে।” অন্যদিকে, ভারতের মাটিতে পাক মদতপুষ্ট সন্ত্রাসের অভিযোগ ফের প্রমাণিত!

পাকিস্তানের নেতা চৌধুরী আনোয়ারুল হক বলেছেন, ‘লাল কেল্লা থেকে শুরু করে কাশ্মীরের জঙ্গল’, সন্ত্রাসবাদীরা আক্রমণ করেছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে হক বলেন, “আমি আগেই বলেছিলাম যদি তোমরা বালোচিস্তানে রক্তপাত করতে থাকো, তাহলে আমরা লাল কেল্লা থেকে কাশ্মীরের জঙ্গল পর্যন্ত ভারতকে আঘাত করব। আল্লার রহমতে, আমরা এটা করেছি এবং তারা এখনও মৃতদেহ গণনা শেষ করতে পারছে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *