Advertisement

বিএলও-কে এনুমারেশন ফর্মে স্ট্যাম্প দিতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই

ইতিমধ্যে এনুমরেশন ফর্ম দেওয়া প্রায় শেষ। ফর্ম কালেকশন শুরু হয়েছে। কিন্তু আনুকের ফর্মেই BLO র স্ট্যাম্প নেই। কেউ কেউ ভয় পেয়ে গেছেন। এই নিয়ে পরিষ্কার করনেন নির্বাচন কমিশন।

কমিশনের কথায়, বিএলও-কে এনুমারেশন ফর্মে স্ট্যাম্প দিতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। তবে ফর্মে স্বাক্ষর করতেই হবে।

ভোটাররা বিএলও-কে এনুমারেশন ফর্ম দেওয়ার সময় এটা নিশ্চিত করে নেবেন যে ফর্মে যেন বিএলও-র সই থাকে। দুটি ফর্মের মধ্যে একটিতে অন্তত স্বাক্ষর থাকতে হবে বিএলও-দের। প্রসঙ্গত, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা নেওয়ার কথা।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, ডিসেম্বর নয়, ২৫ নভেম্বরের মধ্যেই ডিজিটাইজেশনের কাজ শেষ করতে হবে। ৯ ডিসেম্বর প্রকাশিত হবে ভোটারদের খসড়া তালিকা।

কোনও ভোটার বা তার পরিবারের নাম যদি ২০০২ সালের ভোটার লিস্টে না থাকে, কিংবা ভোটারের দেওয়া তথ্য নিয়ে সন্দেহ হয়, তাহলে হিয়ারিংয়ে ডাকতে পারেন ইআরও। যদি ভোটার ১১টি নথির মধ্যে একটি দেখাতে পারলেই চূড়ান্ত ভোটার তালিকায় ঠাঁই হবে।

এই তালিকায় যদি নাম নাও থাকে, তাহলেও চিন্তার কারণ নেই। ভোটাররা চাইলে ফের আবেদন বা চ্যালেঞ্জ করার সুবিধা পাবেন। পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৬৬ লক্ষ। শনিবার পর্যন্ত ৭ কোটি ৬৮ লক্ষ এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে।

৪১ শতাংশ অর্থাৎ ৩ কোটি ভোটারদের ফর্মের ডিজিটাইজেশনও হয়ে গিয়েছে। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভয় পাবার কোনো কারণ নেই। যোগ্য ভোটার হলে তার কোনো সমস্যা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *