Advertisement

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ নরেন্দ্র মোদীর

দক্ষিণ আফ্রিকায় চলেছে G20 সম্মেলন। বিশ্বের তাবড় নেতা সেখানে উপস্থিত। উপস্থিত ভারতের প্রধানমন্ত্রীও। সেই সম্মেলনের ফাঁকে মুখোমুখি হলেন দুই রাষ্ট্রনেতা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাঁদের দেখা গেল হাসি বিনিময় করতে। বেশ কিছুক্ষণ কথাও বলেন তাঁরা। এর আগে জুন মাসে তাঁদের শেষ দেখা হয়েছিল কানাডার কানানাস্কিসে জি-৭ বৈঠকে দেখা হয়েছিল মোদি-মেলোনির।

বলে রাখা ভালো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মেলোনির সুসম্পর্ক রাজনৈতিক মহলে চর্চার বিষয়। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে একাধিকবার সেলফিতে ধরা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁদের এই ফ্রেম সোশাল মিডিয়ায় #Melodi নামে ছেয়ে গিয়েছে। 

নমোর সঙ্গে সেলফি তুলে মেলোনি নিজেই একবার বলেছিলেন, ‘হ্যালো ফ্রম দ্য মেলোডি টিম’। প্রসঙ্গত, মেলোনির স্মৃতিকথার ভারতীয় সংস্করণের ভূমিকা লিখে দেন মোদি।

ভূমিকায় মোদি জানিয়েছেন, মেলোনির বইটির ভূমিকা লিখতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন তিনি মেলোনির প্রতি তাঁর ‘শ্রদ্ধা, প্রশংসা এবং বন্ধুত্বের’ উপরে ভিত্তি করেই তা লিখেছেন।

মেলোনিকে ‘একজন দেশপ্রেমিক এবং সমসাময়িক অসাধারণ নেতা’ বলে উল্লেখ করতে দেখা গিয়েছে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *