আর আমাদের মধ্যে নেই বলি অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার প্রয়াত বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র ৷ বিগত কয়েকদিন ধরেই স্বাস্থ্যগত সমস্যার কারণে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন ধর্মেন্দ্র।
এরপর সেখান থেকে ছাড়া পান তিনি ৷ বাড়িতেই চলছিল চিকিৎসা ৷ পরিবারের তরফে জানানো হয়েছিল, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা ৷ কিন্তু সোমবার বেলা গড়াতেই আসে দুঃসংবাদ ৷
সংবাদ সংস্থা আইএএনএসের খবর অনুযায়ী, দীর্ঘ অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউডের হি-ম্যান ৷ ইতিমধ্যেই ভিলে পার্লে শ্মশানে পৌঁছে গিয়েছেন স্ত্রী হেমা মালিনী, মেয়ে এষা দেওল, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন-সহ আরও অনেকে ৷
সকালে অভিনেতার ধর্মেন্দ্রর বাড়ির সামনে অ্যাম্বুলেন্স দেখে উদ্বিগ্ন হয়ে ওঠেন অনুরাগীরা ৷ ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে সকলেই চিন্তিত হয়ে পড়েন ৷ কিন্তু পরিবারের তরফ থেকে কোনও বিবৃতি আসেনি ৷ তবে, সদস্যরা যখন একে একে ভিলে পার্লে শ্মশানে পৌঁছাতে শুরু করেন তখন অনুরাগীরা বুঝে যান, বলিউডের অন্যতম অভিনেতাকে হারিয়েছে দেশবাসী ৷ ইতিমধ্যেই ভিলে পার্লে শ্মশানে পৌঁছে গিয়েছেন স্ত্রী হেমা মালিনী, মেয়ে এষা দেওল, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন-সহ আরও অনেকে ৷ সকালে অভিনেতার ধর্মেন্দ্রর বাড়ির সামনে অ্যাম্বুলেন্স দেখে উদ্বিগ্ন হয়ে ওঠেন অনুরাগীরা ৷
















Leave a Reply