Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ, ইডেন পেল ৭টি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ, ইডেন পেল ৭টি ম্যাচআগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে পাকিস্তান। বিশ্বকাপে একাধিক বার মুখোমুখি হতে পারে দু’দেশ। গ্রুপ পর্ব ছাড়াও সেমিফাইনাল বা ফাইনালে সূর্যকুমার যাদবদের সঙ্গে দেখা হতে পারে সলমন আলি আঘাদের। প্রতিযোগিতার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন গত বারের চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত শর্মা।বিশ্বকাপের মোট সাতটি ম্যাচ হতে পারে ইডেন গার্ডেন্সে। ছ’টি ম্যাচ হওয়া নিশ্চিত। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ়-বাংলাদেশ, ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-ইটালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড-বাংলাদেশ, ১৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড-ইটালি, ১৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ়-ইটালি ম্যাচ হবে কলকাতায়। এ ছাড়া ১ মার্চ সুপার এইট পর্বের একটি ম্যাচ এবং ৪ মার্চ প্রথম সেমিফাইনাল পেয়েছে ইডেন। তবে সেমিফাইনালটি ইডেনে না-ও হতে পারে। পাকিস্তান শেষ চারে উঠলে তারা প্রথম সেমিফাইনালে খেলবে। সে ক্ষেত্রে ম্যাচটি ইডেনের পরিবর্তে কলম্বোয় হবে। একই ভাবে ৮ মার্চের ফাইনালও অহমদাবাদ থেকে কলম্বোয় সরে যেতে পারে পাকিস্তান খেললে। দ্বিতীয় সেমিফাইনাল হবে ৫ মার্চ, মুম্বইয়ে। বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হবে ২১ ফেব্রুয়ারি থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *