Advertisement

ভোটের আগে পশ্চিমবঙ্গ পুলিশে বড়সড় রদবদল করল নবান্ন

পুলিশের নিরপেক্ষতা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে রাজ্যে। বিরোধীরা বলছেন, পুলিশ শাসক দলের নির্দেশেই কাজ করে চলেছেন। সেই সময়, ঠিক ভোটের আগে বেশ কিছু রদবদল আনলো নবান্ন।

নবান্নের তরফে জারি করা নোটিশ বলছে, ঝাড়গ্রামের SP অরিজিত্‍ সিনহাকে মেদিনীপুর রেঞ্জের DIG পদে বদলি করা হল। বাঁকুড়ার SP বৈভব তিওয়ারিকে পুরুলিয়ার SP পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

পুরুলিয়ার SP অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়কে মালদার SP করে পাঠানো হল। মালদার বর্তমান SP প্রদীপকুমার যাদবকে উত্তর দিনাজপুরে SP (ট্র্যাফিক) ও আলিপুরদুয়ারের SP ওয়াই রঘুবংশীকে দায়িত্ব দেওয়া হল জলপাইগুড়ির SP পদের।

আলিপুরদুয়ারে রঘুবংশীর পদে পাঠানো হল খাণ্ডওয়ালে উমেশ গণপতকে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, সচিন, যিনি এতদিন এসএস, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, পশ্চিমবঙ্গ পদে কর্মরত ছিলেন, তাঁকে বিধাননগর পুলিশ কমিশনারেটের নিউটাউন বিভাগের নতুন ডেপুটি কমিশনার (ডিসি) হিসেবে নিয়োগ করা হয়েছে।

ধৃতিমান সরকার, যিনি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার (এসপি) পদে ছিলেন, তাঁকে এসএস, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, পশ্চিমবঙ্গ দায়িত্বে নিয়োগ করা হয়েছে।

নির্বাচনপূর্ব পরিস্থিতিতে রাজ্যে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক গতিবিধি পর্যবেক্ষণে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া, মহম্মদ সানা আখতারকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ওয়েস্ট জোনের ডেপুটি কমিশনার (ডিসি) হিসেবে নিয়োগ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *