Advertisement

SIR চলাকালীন নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে নতুন নিয়ম চালু হয়ে গেল

এখন থেকে নতুন ভোটারেরা নাম তোলার ক্ষেত্রে নতুন নিয়ম মানতে হবে। আর অফলাইনে নাম তোলা যাবে না, তুলতে হবে অনলাইনে। আর এই ক্ষেত্রে আধারকার্ড বাধ্যতামূলক।

SIR-এর পর রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে আগামী ৯ ডিসেম্বর। তারপর ফর্ম-৬ পূরণ করে নাম তুলতে পারবেন নতুন ভোটাররা। আবেদন করা যাবে ৮ জানুয়ারি পর্যন্ত।

কমিশন জানিয়েছে, নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য ‘ই-সাইন’ বাধ্যতামূলক। যার অর্থ, আধার কার্ডের মাধ্যমে ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সুতরাং নতুন ভোটারের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক হয়ে যাচ্ছে।

অবশ্য আধারই একমাত্র নথি নয়, আগের মতো আরও একাধিক নথি দিতে হবে ভোটার কার্ডে নাম তোলার জন্য। নতুন ভোটারদের আবেদন করার জন্য ২০০২ ভোটার লিস্টে থাকা বাবা-মা বা ঠাকুরদা-ঠাকুমার নাম দিতে হিবে।

তাৎপর্যপূর্ণভাবে দিন দুই আগেই সুপ্রিম কোর্ট জানিয়েছে, আধার কার্ড কোনওভাবেই নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। তারপরই কমিশন এই বদল করল। অন্যদিকে এদিন কমিশন সূত্রে জানা গিয়েছে, খসড়া ভোটার তালিকা তৈরির সময় মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *