Advertisement

দাগি শিক্ষকের তালিকা ক্রমেই ভরে উঠছে তৃণমূলের নেতাদের নামে

এবার সামনে আসলো রাজারহাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুজাতা মণ্ডলের স্বামী পরিমল মণ্ডল এবং তাঁর দিদি কাবেরী মণ্ডলের নাম। এর আগেই কয়েক ডজন তৃণমূল নেতা কর্মীর নাম সামনে এসেছে। অযোগ্যদের তালিকায় রয়েছেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুজাতা মণ্ডলের স্বামী পরিমল মণ্ডল এবং তাঁর দিদি কাবেরী মণ্ডলের নাম। পরিমলের দাবি, অযোগ্যদের তালিকায় কীভাবে উঠল নাম, তা তিনি বুঝতে পারছেন না। সেই প্রশ্ন নিয়েই আদালতের দ্বারস্থ হচ্ছেন তিনি। বাঙ্গুর নারায়ণ দাস মেমোরিয়াল স্কুলের শিক্ষক ছিলেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরিমল বলেন, “নিয়ম মেনে, পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছিলাম। তারপরও কী কারণে অযোগ্য তালিকায় নাম এল জানতে চাই।” তাঁর বক্তব্য, ওএমআর জালিয়াতি, র‌্যাঙ্ক জাম্প বা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি- এর কোনওটাই হয়নি। দাগির তালিকায় রয়েছে নেতাদের আত্মীয়দের নামও। হুগলি, বীরভূম, দিনাজপুর সহ একাধিক জেলায় দেখা গিয়েছে একই ছবি। এবার রাজারহাট। পঞ্চায়েত সহ সভাপতির স্বামী ও ননদের নাম রয়েছে দাগি-তালিকায়। রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর বলেন, “কে কীভাবে চাকরি পাচ্ছে। এটা তার ব্যক্তিগত ব্যাপার। দলের পক্ষ থেকে কেউ কিছু করেনি। আর আপাতত এটা বিচারাধীন বিষয়।” শুধু পরিমল বা কাবেরী নয়, হুগলিতে দাপুটে তৃণমূল নেতা বিভাস মালিক ও তাঁর স্ত্রী সন্তোষি মালিক, খানাকুলের জেলা পরিষদ সদস্যা সাহিনা সুলতানার মতো অনেক শাসক দলের নেতা-নেত্রীর নাম রয়েছে দাগি তালিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *