Advertisement

গ্রিক স্ট্রাইকার দিমিত্রি দিয়ামানতাকোসকে ছেড়ে দিল ইস্ট বেঙ্গল

মরসুমের প্রায় শুরুতেই দিয়ামান্তোকোসকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল। পারস্পরিক আলোচনার মধ্যে দিয়েই এই বিচ্ছেদ সম্পন্ন হয়েছে বলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে। গ্রীক স্ট্রাইকারকে ছেড়ে দিলে তাঁর বদলে নতুন কোনও স্ট্রাইকারকে নিয়ে আসা হবে কি না বলা হয়নি। তবে ষষ্ঠ বিদেশি যে নেওয়া হবে তা পরিস্কার। আইএসএলে দুমরসুম আগের সেরা গোল গেটার লাল হলুদ জার্সিতে পারফরম্যান্স করতে ব্যর্থ। গতবছর চোট এবং অফফর্মে ছন্দে ছিলেন না। চলতি মরসুমের শুরুতেও ছন্দে ফেরার ইঙ্গিত ছিল না তাঁর ফুটবলে। ডুরাণ্ড কাপে ডার্বিতে জোড়া গোল করে জেতালেও তাঁর ফুটবলে খুশি ছিলেন না কোচ অস্কার ব্রুজোনঁ। সেমিফাইনালে পরাজয়ের পরে কোনও রাকঢাক না করেই দলের বিদেশি স্ট্রাইকারের পারফরম্যান্স নিয়ে সরব হয়ে ছিলেন। গত মরসুমেও খুশি ছিলেন না দিয়ামান্তোকোসকে নিয়ে। নতুন মরসুমে দলগঠনের সময়ের পছন্দের ফুটবলারের তালিকায় দিয়ামান্তোকোস ছিলেন না। কিন্তু চুক্তি জটে বিদায় দেওয়া সম্ভব হয়নি। কারন সেক্ষেত্রে বিপুল অর্থের বিনিময়ে গ্রীসের এই স্ট্রাইকারকে ছাড়তে হত। যদিও ডুরাণ্ড সেমিফাইনালে পরাজয়ের পরে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছিলেন কোচ যদি তাঁর বিদেশি স্ট্রাইকারের বিষয়ে অপছন্দের কথা বলেন তাহলে কথা বলবেন। এই মুহূর্তে ছুটি রয়েছে ইস্টবেঙ্গলের সিনিয়র দলের। দ্রুতই শুরু হবে সুপার কাপের প্রস্তুতি। তারই মাঝে দিয়ামান্তোকোস বিদায় সমঝোতার মাধ্যমে সম্পন্ন করল লাল হলুদ ম্যানেজমেন্ট। সওল ক্রেসপো সম্পর্কেও অনীহা রয়েছে কোচের কিন্তু স্প্যানিশ মিডফিল্ডার দেওয়াল লিখন পড়তে পেরে ডুরাণ্ড কাপে প্রথম থেকে উজাড় করে দিয়েছেন। না হলে তাঁর জন্যও বিদায় ঘণ্টা প্রস্তুত ছিল। এদিকে কলকাতা লিগে গ্রুপ সেরা হয়ে সুপার সিক্সে ইস্টবেঙ্গল। মহালয়ার আগে কলকাতা লিগ শেষ করতে চায় আইএফএ। দশ সেপ্টেম্বর থেকে সুপার সিক্সের খেলা শুরু হবে। ইস্টবেঙ্গল তাদের চারটি ম্যাচ নিজেদের মাঠে খেলবে। মাঠ প্রস্তুত হয়ে গিয়েছে। দ্রুত দল নিজেদের মাঠে প্র্যাকটিস শুরু করবে। ইস্টবেঙ্গলের মেয়েরা এএফসিতে ইতিহাস তৈরি করে সোমবার রাতে শহরে পা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *