Advertisement

কে ডাকবে আইএসএলের টেন্ডার? ঠিক করে দিল সুপ্রিম কোর্ট

কোন পথে যেতে চলেছে ভারতীয় ফুটবল আইএসএলের ভবিষ্যৎ কী? তা নিয়ে উদ্বেগ প্রশ্ন রয়েছে ভারতীয় ফুটবলভক্তদের মধ্যে। আইএসএল হলে তার আয়োজনের জন্য টেন্ডার কারা ডাকবে? সোমবার সুপ্রিম কোর্টে তার প্রাথমিক ছবিটা পরিষ্কার হয়ে গেল। প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন কমিটিকে দায়িত্ব দেওয়া হল। অর্থাৎ বর্তমান এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের তাতে কোনও ক্ষমতা থাকছে না।সুপ্রিম কোর্টের কাছে বৃহস্পতিবার যৌথভাবে প্রস্তাব পেশ করেছে ফেডারেশন এবং এফএসডিএল। সেখানেই এফএসডিএল জানিয়ে দেয়, তারা এই মুহূর্তে আইএসএল করবে না। ফেডারেশনকে বলেছিল টেন্ডার ডাকতে। কিন্তু সেই টেন্ডার কে ডাকবে? বর্তমান কমিটি নাকি নতুন করে নির্বাচিত হওয়া কমিটি? সোমবার তার রূপরেখা তৈরি হয়ে গেল।সুপ্রিম কোর্টের বিচারপতি নরসিংহ ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ পরামর্শ দিয়েছেন প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাওয়ের নেতৃত্বে একটা কমিটি গঠন হয়। নাগেশ্বর রাও খসড়া সংবিধানও জমা দিয়েছেন। এই কমিটিই কমার্শিয়াল রাইটস এর টেন্ডার ডাকবে। কল‍্যান চৌবে’র কমিটি ডাকতে পারবে না টেন্ডার। অন্যদিকে এআইএফএফ-এর সংবিধান সংক্রান্ত মামলায় দুই বিচারপতির বেঞ্চ জানায়, তারা এই নিয়ে সংক্ষিপ্ত আদেশ দেবে, পরে এই নিয়ে বিস্তারিত রায় দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *