চলতি এশিয়া কাপের সবচেয়ে ভাল হকি ভারত খেলল বৃহস্পতিবার। শুরুর দু’মিনিটের মাথায় এগিয়ে গিয়েও ১-৪ গোলে হারতে হল মালয়েশিয়াকে। মালয়েশিয়ার বিরুদ্ধে ক্রেগ ফুলটনের ছেলেরা প্রমাণ করে দিয়েছেন, কোনও এক জন খেলোয়াড়ের উপর নির্ভরশীল নন তাঁরা। এই জয়ের ফলে এশিয়া কাপের ফাইনালের দৌড়ে অনেকটা এগিয়ে গেল ভারত।
খেলার শুরুতেই ধাক্কা খায় ভারত। রক্ষণকে বোকা বানিয়ে সার্কেলে ঢুকে পড়েন শফিক হাসান। তাঁর শট আটকাতে পারেননি গোলরক্ষক কৃষ্ণ পাঠক। পিছিয়ে পড়ে ভারত।
দ্বিতীয় কোয়ার্টারে শুরুতে পর পর পেনাল্টি কর্নার পায় ভারত। তার ফলও পায় তারা। ১৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ভারতীয় খেলোয়াড়ের শট মালয়েশিয়ার গোলরক্ষক বাঁচালেও ফিরতি বলে গোল করেন মনপ্রীত সিংহ। সমতা ফেরায় ভারত।
দু’মিনিট পর এগিয়ে যায় ভারত। সার্কেলের মধ্যে থাকা সুখজিৎ সিংহকে বল দেন শিলানন্দ লাকরা। সুখজিৎ সময় নষ্ট না করে গোল করেন। পাঁচ মিনিট পর গোল করেন শিলানন্দ নিজেই। মাঝমাঠ থেকে জোরালো শটে স্টিক ঠেকান তিনি। বল জালে জড়িয়ে যায়। একটি কোয়ার্টারে তিন গোল করে ভারত। সেখানেই খেলার বাইরে বেরিয়ে যায় মালয়েশিয়া।
তৃতীয় কোয়ার্টারেও চাপ বজায় রাখে ভারত। ৩৮ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে মনপ্রীতের শট কোনও রকমে বাঁচান গোলরক্ষক। কিন্তু ফিরতি বলে গোল করেন বিবেক। এই ম্যাচে পেনাল্টি কর্নার থেকে সরাসরি না হলেও সেই সুযোগ কাজে লাগিয়ে দু’টি গোল করেছে ভারত। কিন্তু তাতে হরমনপ্রীতের ভূমিকা ছিল না। এই পরিসংখ্যান আনন্দ দেবে ফুলটনকে।
এই ম্যাচের পর সুপার ফোর-এ দুই ম্যাচ খেলে ভারতের পয়েন্ট ৪। তাদের শেষ ম্যাচ চিনের বিরুদ্ধে। গ্রুপ পর্বে চিনকে হারিয়েছিল তারা। শনিবার চিনের বিরুদ্ধে ড্র করতে পারলেই এশিয়া কাপের ফাইনালে চলে যাবে ভারত।
















Leave a Reply