মঙ্গলবার থেকে শুরু এশিয়া কাপ। রবিবার, ১৪ সেপ্টেম্বর মুখোমুখি ভারত-পাকিস্তান। সেই ম্যাচের আগে সূর্যকুমার যাদবদের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা। তাঁর দাবি, পাকিস্তানের স্পিন আক্রমণে সমস্যায় পড়বে ভারত।
এশিয়া কাপে দুবাইয়ের মাঠে বেশি রান হবে না বলে মনে করেন সলমন। তাঁর মতে, লো স্কোরিং ম্যাচ হবে। তাতে লড়াই আরও জমবে। তিনি বলেন, “আমার মনে হয় এখানকার উইকেটে ১৪০ রান অনেক। তাই যে দল ভাল বল করবে তারা জিতবে। আমাদের বোলারেরা ভাল ফর্মে আছে। আমরা আত্মবিশ্বাসী।”
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুবাইয়েই ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। সেই শেষ। তার পর ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ সালের এশিয়া কাপ ও এক দিনের বিশ্বকাপ, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালের চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। কয়েক মাস পরে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাকিস্তান অবশ্য তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। সেই প্রতিযোগিতার আগে এশিয়া কাপকে প্রস্তুতির মঞ্চ হিসাবে দেখছে তারা। সেখানেই ভারতকে হারানোর হুঁশিয়ারি দিলেন পাক অধিনায়ক।
















Leave a Reply