ডুরাণ্ড সেমিফাইনালের বদলা কলকাতা লিগে। রবিবার কিশোরভারতী স্টেডিয়ামে ডায়মন্ডহারবারের বিরুদ্ধে ৩-১ গোলে জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। লাল হলুদের পক্ষে গোল ডেভিড,জোড়া গোল জেসিন টিকের। ডায়মন্ডহারবার এফসির গোল কিমার। এই জয়ের সঙ্গে ইস্টবেঙ্গল চল্লিশতম লিগ জয়ের খুব কাছে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। বাইশ সেপ্টেম্বর ঘরের মাঠে জয়ই লাল হলুদের ঘরে আট বছর পরে লিগ খেতাব ফিরিয়ে দেবে।
২৬ মিনিটে আমন সি কের পাস থেকে বল ধরে পিভি বিষ্ণু তা ডেভিডকে বাড়িয়ে দিলে ইস্টবেঙ্গল ১-০। আট মিনিট পরে গোলের সহজ সুযোগ নষ্ট করেন পিভি বিষ্ণু। আমন সিকের পাস থেকে সহজ সুপোগ নষ্ট ফের। পুরো থ্বিতীয়ার্ধ জুড়েই ইস্টবেঙ্গলের গোল নষ্টের প্রদর্শনী।
বিরতির পরে ফের একই ছবি। লাল হলুদ দাপটের সামনে ডায়মন্ডহারবার ব্যাকফুটে। এই সময় বিনো জর্জ নামান গুইতে এবং জেসিন টিকেকে। ইস্টবেঙ্গলের আক্রমনের ঝাজ বাড়লেও ডায়মণ্ডহারবার সমতায় ফেরে দেবজিৎ মজুমদারের ভুলে। ৭২ মিনিটে পলের ফ্রিকিকে মাথায় ছুইয়ে গোল করে যান কিমা(১-১)। গোলটির সময় অনাবশ্যক গোল ছেড়ে বেরিয়ে বল ধরতে গিয়ে দেবজিৎ দলের বিপদ ডেকে আনেন।
দুমিনিট পরে প্রত্যাঘাত ইস্টবেঙ্গলের। সায়ন বন্দ্যোপাধ্যায়ের পাস থেকে গোল এবার পরিবর্ত হিসেবে মাঠে নামা জেসিন টিকের(২-১)। শেষ মিনিটে ফের গোল করে জয় নিশ্চিত করেন তিনি। কলকাতা লিগে পাঁচ নম্বর গোল করলেন তিনি।
















Leave a Reply