Advertisement

মোদীকে জন্মদিনের শুভেচ্ছা ট্রাম্পের – উদ্বেলিত ভারতের প্রধানমন্ত্রী

আজ, বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিন। সেই উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হচ্ছে। জন্মদিনের প্রাক্কালে দেশ-বিদেশের একাধিক নেতা ও ব্যক্তি তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

এর মধ্যে সবচেয়ে আলোচিত দুটি ঘটনা হল — মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ এবং আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির পাঠানো উপহার। মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্যিক সহযোগিতা ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। সমাজমাধ্যমে মোদী নিজেই সেই খবর শেয়ার করে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘৭৫তম জন্মদিনের শুভেচ্ছার জন্য ধন্যবাদ বন্ধু। ভারত-আমেরিকার সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যেতে চাই।’ এছাড়াও রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে শান্তিপূর্ণ সমাধানের পথে ট্রাম্পের উদ্যোগকে ভারত সমর্থন করছে বলেও উল্লেখ করেছেন মোদী। কূটনৈতিক মহল মনে করছে, সাম্প্রতিক টানাপোড়েন সত্ত্বেও এই ফোনালাপ ভারত-আমেরিকা সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে। অন্যদিকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি নরেন্দ্র মোদীর জন্য পাঠিয়েছেন সই করা একটি বিশেষ জার্সি।

কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে শতদ্রু দত্ত জানিয়েছেন, ডিসেম্বর মাসে ভারত সফরে আসবেন মেসি এবং সেই সময় মোদীর সঙ্গে তাঁর সাক্ষাৎ করানোরও উদ্যোগ নেওয়া হচ্ছে। মোদীর জন্মদিন উপলক্ষে এই উপহারকে ভারত-আর্জেন্টিনা ক্রীড়া সম্পর্কের বন্ধুত্বের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *