সূর্যকুমারদের চ্যালেঞ্জ ছুঁড়ছেন ফিল সিমন্স,ভারতে হারানোর শপথ বাংলাদেশের
বুধবার সূর্যকুমার যাদবদের প্রতিপক্ষ বাংলাদেশ। ভারতীয় দলের শক্তিকে অবশ্য বাড়তি সমীহ করছেন না লিটন দাসেরা। বাংলাদেশের কোচ ফিল সিমন্সের দাবি, ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে তাঁর দলের। শুধু তাই নয়, যে কোনও দলই হারাতে পারে ভারতকে।“ভারতকে হারানোর ক্ষমতা সব দলেরই রয়েছে। ম্যাচের দিনের পারফরম্যান্সের উপর ফলাফল নির্ভর করে। ভারত আগে কী করেছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। সাড়ে ৩ ঘণ্টার পারফরম্যান্সের উপরই সব কিছু নির্ভর করবে। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ভারতীয়দের ভুল করতে বাধ্য করতে হবে। চেষ্টা করতে হবে, যাতে ওরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারে। আমরা অবশ্য জেতার জন্যই মাঠে নামব,”চ্যালেঞ্জ বাংলাদেশের কোচ ফিল সিমন্সের। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে যে ধরনের উৎসাহ দেখা যাচ্ছে, ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে তেমন আগ্রহ নেই। এই বিষয়টিকেও গুরুত্ব দিতে নারাজ বাংলাদেশের ক্যারিবিয়ান কোচ। বক্তব্য, ‘‘সব ম্যাচ নিয়েই আগ্রহ থাকে। বিশেষ করে ভারতের ম্যাচ হলে। কারণ ওরা বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দল। আমরা এই আগ্রহকে ইতিবাচক ভাবে দেখছি। ম্যাচটা উপভোগ করার চেষ্টা করব আমরা। তবে আমাদের পরিকল্পনা একটাই। সেটা হল নিজেদের সেরাটা দেওয়া।’’একটি ব্যাপারে নিজের অসন্তোষ গোপন করেননি সিমন্স। সুপার ফোরের সূচি নিয়ে বিরক্ত বাংলাদেশের কোচ। কারণ বৃহস্পতিবারই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে লিটনদের। সিমন্স বলেছেন, ‘‘টানা দুটো টি-টোয়েন্টি বা এক দিনের ম্যাচ খেলা খুবই কঠিন। তবে আমরা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। অনেকে হয়তো ভাবেন, পর পর দু’দিন টি-টোয়েন্টি ম্যাচ খেলা সহজ। কিন্তু বাস্তবে মোটেও সহজ নয়।’’
















Leave a Reply