Advertisement

এক নজরে ২০২৬ দুর্গাপুজো নির্ঘান্ট

আজ, বৃহস্পতিবার দশমী।২০২৫ পুজো শেষ। শুরু হয়ে গেলো ২০২৬ এর পুজোর কাউন্ট ডাউন। ঘটাঘাটি শুরু হয়েছে পঞ্জিকা। ২০২৬ সালে মহালয়া পড়ছে ১০ অক্টোবর, শনিবার।

মহালয়ার দিন থেকেই দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের অবসান। আর দেশ জুড়ে শুরু হয়ে যাবে নবরাত্রি উৎসব। গৃহস্থবাড়ি থেকে পুজোমণ্ডপ— সর্বত্র শুরু হবে মায়ের আগমনীর গান।

সেই সঙ্গে রেডিয়োর ভোরবেলা ‘মহিষাসুরমর্দ্দিনী’ শোনার চিরাচরিত আবহও বাঙালির মনে নতুন উদ্দীপনা জাগাবে। তার পরেই তো পুজোর সূচনা। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ২০২৬ এর পুজো নির্ঘান্ট। এর ঠিক এক সপ্তাহ পর ১৭ অক্টোবর, শনিবার পড়ছে ষষ্ঠী।

ওই দিন থেকেই মূলত দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা হবে। কলকাতা শহর এবং মফস্‌সলে মণ্ডপ উদ্বোধন, দেবীর বোধনের মধ্যে দিয়ে শুরু হবে উৎসবের দিনগুলি। ১৮ অক্টোবর, রবিবার পালিত হবে সপ্তমী। ভোরে কলাবৌ স্নান ও নবপত্রিকা প্রবেশের মধ্য দিয়ে শুরু হবে সপ্তমীর পুজো।

১৯ অক্টোবর, সোমবার অষ্টমী— দুর্গাপুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। সকালবেলায় অষ্টমীর অঞ্জলি দিতে লাখো লাখো মানুষ ভিড় করবেন মণ্ডপে।

সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সন্ধিপুজো, যা সর্বদাই বাঙালি সমাজের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। ২০ অক্টোবর, মঙ্গলবার পড়ছে নবমী। পুজোর মূল পর্বের শেষ দিন হিসেবে এই দিনে থাকে নানা বিশেষ আচার-অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *