Advertisement

বারোয়ারি লক্ষ্মীপুজোর জন্য বিখ্যাত হাওড়ার ‘খেলনা’ গ্রাম

সাধারণভাবে ‘বারোয়ারি লক্ষ্মীপুজো’ কথাটাই অনেকে শোনেন নি। কিন্তু হাওড়া জেলার এই গ্রাম রীতিমত বিখ্যাত হয়ে গেছে বারোয়ারি লক্ষ্মীপুজোর জন্য। সরকারি হিসাবে একটি গ্রাম পঞ্চায়েতে ২৫টি বারোয়ারি লক্ষ্মীপুজো অনুষ্ঠিত হয়।

খেলনা গ্রামের উপপ্রধান জানাচ্ছেন, সরকারি খাতায় সব পুজোর হিসেব নেই। কিন্তু ওই গ্রামে একশোরও বেশি লক্ষ্মীপুজো হয়। তার মধ্যে ২৫ থেকে ৩০টি বারোয়ারি লক্ষ্মীপুজো।

এখানকার বিভিন্ন বারোয়ারি ক্লাব লক্ষ্মীপুজোয় শহরের দুর্গাপুজোর মতোই থিম পুজো করেন। কখনও জঙ্গল, কখনও সমুদ্র, কখনও বা পাহাড়– হরেক থিমে সেজে ওঠে মা লক্ষ্মীর আরাধনার মণ্ডপ।

সারা গ্রামের মানুষ আনন্দে মেতে ওঠেন। আলো, প্যান্ডেল, থিম থেকে শুরু করে এইসব পুজোতে থাকে অভিনবত্বের ছোঁয়া। খেলনা’ গ্রামটি আমতা বিধানসভা এলাকার মধ্যে পড়ে।

স্থানীয় বিধায়ক জানান, খেলনা গ্রামের লক্ষ্মীপুজোয় লক্ষাধিক মানুষের সমাগম হয়ে থাকে। তার সুবন্দোবস্ত করতে ব্যবস্থা নিতে বলা হয় পুলিশ ও প্রশাসনকে। পুলিশ ক্যাম্প ছাড়াও থাকে মেডিক্যাল টিম।

আজ ওই গ্রামের সর্বত্র উৎসবের আয়োজন। শিশু থেকে বৃদ্ধ সকলেই মেতে উঠেছেন লক্ষ্মী পুজোতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *