দুরন্ত জয় দিয়ে আইএফএ শিল্ডে যাত্রা শুরু করল ইস্টবেঙ্গল। শ্রীনিধি ডেকান-এর বিরুদ্ধে প্রথম ম্যাচেই অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে ৪-০ গোলে জয় তুলে নিল লাল-হলুদ ব্রিগেড। দীর্ঘ দিন পর আয়োজিত হচ্ছে আইএফএ শিল্ড। তিন বছর আগে অর্থাৎ ২০২২ সালে শিল্ড আয়োজন করেছিল বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা। তাই বুধবার কল্যাণীতে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টকে কেন্দ্র করে সমর্থকদের উন্মাদনা ছিল দেখার মতো। কলকাতা লিগের পর কল্যাণীতে ফের স্টেডিয়াম ভরালেন সমর্থকরা। টিকিটের ব্যবস্থা রাখা হয়নি। তাই সপ্তাহের মাঝেও প্রচুর সমর্থক উপস্থিত হয়েছিলেন কল্যাণীতে।এ দিন আইএফএ শিল্ডের মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কোনও চমক দেখা যায়নি। দমকলমন্ত্রী সুজিত বসু এবং আইএফএ’র অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে খুব সাধারণ ভাবে শিল্ডের আনুষ্ঠানিক সূচনা হয়। হাফ টাইমে ভরা গ্যালারির সামনে শিল্ড উন্মোচন করেন সুজিত বসু এবং আইএফএ সচিব অনির্বাণ দত্ত।শিল্ডের উদ্বোধনী ম্যাচে খুব একটা লড়াই দেখা যায়নি দুই দলের মধ্যে। শ্রীনিধি অপেক্ষাকৃত দুর্বল দল। তাই প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখতে দেখা যায় অস্কার ব্রুজোর ছাত্রদের। এ দিন মাঝমাঠ এবং আপফ্রন্টে চার বিদেশি মিগুয়েল, আহাদাদ, ক্রেসপো ও রশিদের উপর ভরসা রাখেন ইস্টবেঙ্গল কোচ। দলের রক্ষণভাগ সাজান ভারতীয় ফুটবলারদের নিয়ে। বেশ কিছু দিন ধরে দলের সঙ্গে অনুশীলন করার পর শিল্ডের প্রথম ম্যাচে অভিষেক করেন জয় গুপ্ত। ঐতিহাসিক এই মুহূর্ত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে গেলেন তাঁর মা সবিতা গুপ্ত। এ দিন শ্রীনিধির বিরুদ্ধে প্রথম গোলটি আসে জয়ের পা থেকে। ২২ মিনিটের মাথায় রিবাউন্ড হয়ে আসা একটি বলে শট করে ডেডলক ভাঙেন জয়। বিরতিতে ফেরার আগে ব্যবধান বাড়ান সাউল ক্রেসপো। বিপিন সিংয়ের ক্রস পেয়ে হেডে গোলটি দেন বিদেশি মিডিও। দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের তৃতীয় গোলটি করেন আহাদাদ। চতুর্থ গোলটি হয় জেকসন সিংয়ের সৌজন্যে। এই সুবাদে ৪-০ গোলে জয় পায় ইস্টবেঙ্গল।সামনেই সুপার কাপ রয়েছে। ২৫ অক্টোবর থেকে শুরু এই টুর্নামেন্ট। তাই তার আগে আইএফএ শিল্ড’কে প্রস্তুতির মঞ্চ হিসাবে বেছে নিয়েছে মশাল বাহিনী। তাই এ দিন ঘুরিয়ে ফিরিয়ে প্রায় প্রত্যেককেই মাঠে নামান কোচ অস্কার। ঠান্ডা মাথায় ডাগআউটে বসে থাকলেও তাঁর দৈহিক অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল, দল সুপার কাপের জন্য পুরোপুরি তৈরি। উল্লেখ্য, আইএফএ শিল্ডে আগামী ১৪ অক্টোবর ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ নামধারী এফসি। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগেই শহরে আসবেন ইস্টবেঙ্গলের জাপানি ফুটবলার হিরোশি ইবুসুকি।
জয় দিয়েই অভিযান শুরু করলো ইস্টবেঙ্গল
















Leave a Reply