Advertisement

SIR হলে অন্তত ১ কোটি লোকের নাম বাদ যাবে, আর তার ফল পাবে বিজেপি – শুভেন্দু

বিহারের পরে বাংলায় ‘SIR’ প্রয়োগ করার জন্য উঠেপরে লেগেছে নির্বাচন। আর SIR হলে যে গত কয়েক বছরের মধ্যে বাংলাদেশ বা মায়ানমার থেকে আসা বহু সংখ্যালঘুর নাম বাদ যাবে তাতে সন্দেহ নেই। শুভেন্দু অধিকারী মনে করেই তার ফলে সুবিধা হবে তাদের।

এ দিন বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বিহারে সরকার সাহায্য করেছে। রাজনৈতিক দলগুলিও কাজ করেছে।

ফলে সেখানে ১০০ শতাংশ সফল হয়েছে (SIR)। এখানে বিস্তির্ণ এলাকায় সন্ত্রাস আছে। রাজনৈতিক সন্ত্রাস এবং ধর্মীয় সন্ত্রাস।

এখানে একটা বিশেষ সম্প্রদায়ের লোককে লেলিয়ে দেওয়া হয়। জেপি নাড্ডা থেকে শুরু করে খগেন মুর্মু পর্যন্ত। আর সেখানে রাজনৈতিক দলের কর্মীরা সব BLO-দের সঙ্গে থাকতে পারবে কি না, এ আশঙ্কা রয়েছে।

BLO-রা নির্ভয়ে প্রাণ বাঁচিয়ে, বিহারের মতো SIR করতে পারবে কি না, সেটা আশঙ্কা আছে।’ SIR-এ কত নাম বাদ যেতে পারে সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘…আমি বলব, সঠিক এসআইআর হলে গত ১০-১২ বছরে বাংলাদেশের মুসলমান যে ভাবে ঢুকেছে, কাঁটাতারের বেড়া না থাকার ফলে, তাতে ১ কোটির বেশি নাম বাদ যাওয়া উচিত।

আমরা আশা করব ইলেকশন কমিশন এই চ্যালেঞ্জে উতরে কাজ করবেন।’ এই সময় বিজেপি সারা বাংলাতেই কাজ করবে বলে জানালেন শুভেন্দু। তিনি বলেন, ‘আমাদের মুসলিম বুথগুলিতে কর্মী নেই। কোথাও কর্মীরা প্রাণ দিয়ে দিক সেটা চাইব না। তার বাইরেও কী কী করা যায়, সেটা আমরা করব। এখন দেখার বাস্তবে কি ঘটতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *