ইডি চার্জশিটে দাবি করেছে দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতি সমস্ত সীমা ছাড়িয়েছে। ২০২০ সালে একই দিনে ইন্টারভিউ ছাড়াই ২৯ জনের নিয়োগের অভিযোগ।
২০১৪ সাল থেকে দক্ষিণ দমদম পুরসভার নিয়োগের সংখ্যা ৩২৯। এর মধ্যে ২০২০ সালের মার্চ মাসে গ্রুপ সি ও ডি পদে নিয়োগ ৩০৩ জন।
প্রত্যেকটি নিয়োগ নিয়েই প্রশ্ন কেন্দ্রীয় এজেন্সির। অর্থের বিনিময়ে নিয়োগ, দাবি ইডির। কোথায় গেল পুর নিয়োগ দুর্নীতির টাকা, তার খোঁজেই জোরকদমে চলছে তদন্ত।
সূত্রের খবর, ২০২০ সালে দক্ষিণ দমদম পুরসভায় একইদিনে সম্পূর্ণ ইন্টারভিউ ছাড়া ২৯ জনের নিয়োগ, এবং ২০২০ সালে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ৩০৩ জনের নিয়োগর কথা সিবিআই তাদের চার্জশিটে উল্লেখ করেছিল।
এতেই পুরো নজর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। ইডির দাবি, পুরোটাই অর্থের বিনিময়েই হয়েছে।
সেই অর্থ কোথায় গেল, তা কারা দিল তারই খোঁজ করছে ইডি। সেই খোঁজেই শুক্রবার অভিযানও হয়ে গিয়েছে। এই সব নিয়োগের ক্ষেত্রেই দায়িত্বে ছিল অয়ন শীলের সংস্থা।
তারাই যে পুর নিয়োগ দুর্নীতির মাথা তা বারবার কেন্দ্রীয় তদন্তকারীদের তদন্তেই উঠে এসেছে। এই সংস্থার বিরুদ্ধে পুর নিয়োগের গোটা প্রক্রিয়া বেআইনিভাবে চালানোর অভিযোগ রয়েছে।
শুক্রবার সকালেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় পুরোদমে ফের অ্যাকশনে নামতে দেখা যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। হানা দেন দমকলমন্ত্রী সুজিত বসুর অফিসে।
















Leave a Reply