Advertisement

৩০ নভেম্বরের পরে বিনা রেজিস্ট্রেশনে আর টোটো চলবে না

টোটো নিয়ন্ত্রনে মরিয়া রাজ্য পরিবহন দপ্তর। কিছুতেই টোটোকে নিয়ন্ত্রনে আনা যাচ্ছে না। এরজন্য দুর্ঘটনা ঘটছে বার বার। বাস, অটো, ট‌্যাক্সির মতো এবার টোটোরও রেজিস্ট্রেশন বাধ‌্যতামূলক করল সরকার।

রেজিস্ট্রেশনের পাশাপাশি দেওয়া হবে অস্থায়ী নম্বরপ্লেটও। ৩০ নভেম্বরের পর বিনা রেজিস্ট্রেশনে আর কোনও টোটো চালানো যাবে না। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

তিনি বলেন, ‘‘আগামী ১৩ অক্টোবর থেকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। চলবে ৩০ শে নভেম্বর পর্যন্ত। রেজিস্ট্রেশন করালে টোটো চালক বা মালিকরা একটি অস্থায়ী এনরোলমেন্ট নম্বর পাবেন।

তাতে কিউআর কোড থাকবে। সেই নম্বরপ্লেট টোটোর গায়ে লাগিয়ে রাখা হবে। টোটোর কোনো পরিসংখ্যান পরিবহন দপ্তরের হাতে নেই।

তরফলে পরিবহন দপ্তর টোটো নিয়ে কোনো কাজ শুরু করতে পারছে না। এবার সেটাই শুরু হবে। মনে করা হচ্ছে রাজ্যে টোটোর সংখ‌্যাটা প্রায় ১৫ লাখের কাছাকাছি।

 কিন্তু যে গতিতে সেই সংখ‌্যা আরও বাড়ছে, তাতে বিভিন্ন রাস্তায় যানজট তৈরি হচ্ছে। রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাফেরা দায় হয়ে দাঁড়াচ্ছে। 

তাই টোটো নিয়ন্ত্রণে সরকারের তরফে নির্দিষ্ট গাইডলাইন আনা হচ্ছে। প্রথম ধাপে দেখা হবে কোথায় কত টোটো চলে। পরে টোটোর নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পুরসভা বা পঞ্চায়েত তা ঠিক করবে।

তবে আপাতত টোটো রেজিস্ট্রেশন করানো দিয়ে এই প্রক্রিয়া শুরু হচ্ছে। পরিবহণমন্ত্রী জানান, টোটোচালকরা যাতে অনলাইনে এই রেজিস্ট্রেশনের জন‌্য আবেদন করতে পারেন, তার জন‌্য প্রত্যেক আরটিও অফিসে ক‌্যাম্প করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *