হারাচ্ছে বিজেপি। রবিবার ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানিতে তৃণমূলের ব্লকস্তরীয় বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল।
সেই অনুষ্ঠানে বিজেপির শতাধিক কর্মী-সমর্থক তৃণমূলে নাম লেখান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডা. খগেন্দ্রনাথ মাহাতো, নয়াগ্রাম ব্লক তৃণমূল সভাপতি রমেশ রাউৎ, জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র সহ অন্যান্য জেলা নেতৃত্ব।
অনুষ্ঠানে এলাকার গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি বিজয়া সম্মেলনীর এই মঞ্চ থেকেই শতাধিক বিজেপি নেতা-কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতৃত্ব। আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সংগঠন মজবুত করতে তৎপর শাসকদল। এদিন শতাধিক বিজেপি কর্মী-সমর্থকের যোগদান তৃণমূলের মনোবল আরও বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার এর প্রভাব কতটা পরে ২০২৬ নির্বাচনে।
















Leave a Reply