উত্তরবঙ্গে সদ্য প্রবল বন্যা হয়ে গেলো। প্রধান নদীগুলোতে ব্যাপকভাবে হড়পা বণ দেখা গেছে। আর তাতেই ভয়ঙ্কর ক্ষতি হয়েছে উত্তরবঙ্গের।
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির পর্যটনকেন্দ্র ও গ্রামগুলো। এবার তা রক্ষার্থে তৎপর হল প্রসাশন। নেওরা নদীর ভাঙন রুখতে পাথর ও তারজালির বাঁধ নির্মাণের কাজ শুরু করল সেচ দফতর।
বৃষ্টি না হওয়ায় অনেকটাই জল কমেছে নেওড়া নদীর। তবে ভাঙন অব্যাহত রয়েছে। আতঙ্ক কাটেনি নদী সংলগ্ন এলাকার মানুষদের।
নদী ভাঙন রোধে কাজ শুরু হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ।জলপাইগুড়ির নেওরা নদীর ভাঙন এলাকায় মেরামতির কাজ শুরু করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার প্রবল বৃষ্টির জেরে নেওরা নদীতে জলোচ্ছ্বাস দেখা দেয়। মাটিয়ালি ব্লকের বিধান নগর গ্রাম পঞ্চায়েতের নেওরা মাঝিয়ালী বাটায় গোল বস্তি এলাকায় নেওরা নদীর ভাঙন ভয়াবহ আকার নেয়।
ভাঙনের কবলে একটি বেসরকারি রিসোর্টের সীমানা প্রাচীরের একাংশ তলিয়ে গিয়েছে। ক্রমশ ভাঙন ধেয়ে আসে জনবসতি এলাকার দিকে।
পরের দিন রবিবার ওই এলাকা পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিক-সহ জনপ্রতিনিধিরা। তবে বর্তমানে নদীর জল কমলেও ভাঙন চলছে। এখনও আতঙ্কিত হয়ে রয়েছেন নদী সংলগ্ন এলাকার বসতিরা।
অবশেষে ভাঙন রোধে সেচ দফতরের তরফে কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। পাথর ও তরজালির বাঁধ দিয়ে আপাতত ওই এলাকায় ভাঙন রোধে কাজ করা হচ্ছে।















Leave a Reply