Advertisement

দ্বিতীয় ইনিংসের শুরুতেই আকাশদীপের বলে প্রথম উইকেট হারায় উত্তরাখণ্ড।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই আকাশদীপের বলে প্রথম উইকেট হারায় উত্তরাখণ্ড। ইডেনে বাংলার বোলারদের দ্রুত শিকারে অনেকেই ভেবেছিলেন বোধহয় শামি আকাশদীপদের সামনে উত্তরাখণ্ড হুড়মুড় করে ভেঙে পড়বে। সহজ হবে রঞ্জি ট্রফিতে বাংলার প্রথম জয়। কিন্তু নিষ্ঠুর স্কোরবোর্ড বলছে দিনের শেষে উত্তরাখণ্ড দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে ১৬৫ রানে দাঁড়িয়ে। হাতে মাত্র আর একটি দিন। ফলে এই ম্যাচের ভাগ্য সম্ভবত নিষ্ফলা জয়। এবং বাংলাকে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে তিন পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। শুক্রবার উত্তরাখণ্ড ম্যাচের তৃতীয় দিনে বাংলার বোলারদের পারফরম্যান্স অনেক প্রশ্ন সামনে তুলে নিয়ে আসল। মহম্মদ শামি,আকাশদীপ সমৃদ্ধ বাংলার বোলিং আক্রমন যেকোনও প্রতিপক্ষের কাছে দুঃস্বপ্ন। অন্তত দেশীয় সার্কিটে না কি সেভাবে বাংলার বোলিংকে ব্যাখা করা হয়। অথচ ইডেনে কি দেখা গেল?অনাসায়ে বাংলার বোলারদের সামলাচ্ছে উত্তরাখণ্ড। প্রথম ইনিংসে সূরজ সিন্ধু জয়সওয়াল এবং ঈশান পোড়েল জ্বলে না উঠলে উত্তরাখণ্ডের ইনিংস আরও ২১৩ রানের থেকেও বড় হত। বাংলার ব্যাটাররাও সুদীপ চ্যাটার্জীর ৯৮ এবং সুমন্ত গুপ্তর ৮২ রান ছাড়া বাকি সকলেই বড় রান করতে ব্যর্থ। অভিমন্যু ঈশ্বরণ,অভিষেক পোড়েল,অনুষ্টুপ মজুমদার সকলেই মেলে ধরতে পারেননি। শুক্রবার ছয় উইকেটে ২৭৪ রান নিয়ে খেলা শুরু করে বাংলার প্রথম ইনিংস থামল ৩২৩ রানে। বিরাশি রানে দেবেন্দ্র বোড়ার বলে থামল সুমন্ত গুপ্তর ইনিংস। সুদীপ চ্যাটার্জীর পরে সুমন্ত সেঞ্চুরি করতে ব্যর্থ। এরপর আকাশদীপ(১৯),মহম্মদ শামি(১০) ফিরে যান। উত্তরাখণ্ডের চেয়ে বাংলা ১১০রানে এগিয়ে প্রথম ইনিংস শেষ করে বাংলা। তবে বাংলার বোলারদের প্রাথমিক ধাক্কা সামলে উত্তরাখণ্ড এখন ২উইকেট হারিয়ে ১৬৫। তারা এগিয়ে ৫৫ রানে। অভনীশ সুধা(১) দিনের শুরুতে আউট হওয়ার পরে দিনের শেষভাগে প্রশান্ত চোপড়া ৮২ রানে আউট হন। ক্রিজে অপরাজিত রয়েছেন কুনাল চাণ্ডেলা(৬৮) এবং ভূপেন লালওয়ানি (১২)। বাংলা শিবির ঘরের মাঠে পিচের সুবিধা না পাওয়ার জন্য অসন্তুষ্ট । পেসারদের জন্য ইডেনের বাইশ গজে কিছু নেই বলে অভিযোগ করছেন তারা। একই সঙ্গে বলা হচ্ছে শেষ দিনের প্রথম ঘণ্টায় ভালো কিছু করতে পারলে সরাসরি জয় পাওয়া সম্ভব। যদিও বাংলার এই দাবি বিশ্বাস করার লোক কার্যত নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *