নিজো বাড়ির কালীপুজোয় ভোগ রান্না ও অতিথি আপ্যায়নে বাংলার মুখ্যমন্ত্রী মমতাপ্রতিবছরই কালীপুজোর দিন অন্যরূপে ধরা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির পুজোর কাজ কাজ প্রায় নিজের হাতেই সারেন তিনি। নিজেই খিচুড়ি ভোগ রান্না করেন খোদ মুখ্যমন্ত্রী। অতিথি আপ্যায়নেও দেখা যায় তাঁকেই। এবারও তার অন্যথা হল না। এদিকে লেক কালীবাড়ি থেকে সোজা কালীঘাটের বাড়িতে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছে মেয়ে আজানিয়াও। প্রতিবছরই মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজো হয়। স্বাভাবিকভাবেই এই দিনটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কার্যত চাঁদের হাট বসে। এবারও তাঁর অন্যথা হল না। সকাল থেকেই জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি। ফুল-আলোয় সেজে উঠেছে মুখ্যমন্ত্রীর বাড়ি। ঠিক আর পাঁচটা ঘরের মেয়ের মতোই আটপৌড়ে শাড়িতে পুজোর সবদিকে নজরদারি চালাচ্ছেন মমতা। নিজের হাতে এদিনও খিচুড়ি রান্না করেন তিনি। সন্ধ্যায় নিজের হাতে বাড়িতে প্রদীপ জ্বালান তিনি। কথা বলেন বাড়িতে আসা অতিথিদের সঙ্গে। রীতিমতো খোশ মেজাজে দেখা গেল তাঁকে।এদিকে এদিন বিকেলে লেক কালীবাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যবাসীর জন্য সুস্থতা ও সৌভাগ্য কামনা করেন তিনি। এরপর সোজা চলে যান কালীঘাটের বাড়িতে। তার পরনে রয়েছে ফ্লোরাল প্রিন্টের পাঞ্জাবি। সঙ্গে রয়েছে মেয়ে আজানিয়াও। প্রতিবারই বাড়ির পুজোয় একইসঙ্গে দেখা যায় মমতা-অভিষেককে। গতবছর চোখে অস্ত্রোপচার সেরে কলকাতায় ফিরেই বাড়ির পুজোয় শামিল হয়েছিলেন অভিষেক। এবারও তার অন্যথা হল না।
নিজো বাড়ির কালীপুজোয় ভোগ রান্না ও অতিথি আপ্যায়নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
















Leave a Reply