লগ্নিকারী সংস্থা আগেই অস্কার ব্রুজোর পাশে দাঁড়িয়েছিল। এবার ইস্টবেঙ্গল ক্লাবও সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিল,“অস্কার ব্রুজোই দলের নেতা। ” শনিবার থেকে গোয়ায় শুরু হচ্ছে সুপার কাপ। তার আগে দলের হেড কোচ বনাম গোলরক্ষক কোচ সন্দীপ নন্দীর বিতর্কে উত্তাল ময়দান। সমর্থক থেকে প্রাক্তন ফুটবলাররা তাদের মত করে মত প্রকাশ করছেন। ফলে ক্লাবের অবস্থান নিয়েও একটা সংশয় তৈরি হয়েছে। এমনকি ইস্টবেঙ্গল বনাম লগ্নিকারী সংস্থার সম্পর্ক নিয়েও গুঞ্জন তৈরি হয়েছে। বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন,“অস্কারের কোচিং এ ধীরে ধীরে সাফল্য আনছি। গত ডার্বি ম্যাচে আমরা ভালো খেলেছি। ভালো খেলেও আমরা হেরেছি। ইস্টবেঙ্গল ক্লাবের ড্রেসিং রুম ভাগ না করলে ফুটবলের মজা বুঝতে পারেন না বলেছেন অনেক খেলয়াড়। সুপার কাপে আমরা ভালো খেলব এবং সাফল্য লাভ করব।” প্রায় একই সঙ্গে যোগ করেছেন, “দল একজন এই নেতৃত্ব দেবেন, তিনি হলেন অস্কার।” পদত্যাগী সন্দীপ নন্দী কোন চিঠি ক্লাবকে দেয়নি বলে জানানো হয়েছে। তবে দেবব্রত সরকারের সঙ্গে ফোনে কথা হয়েছে। “আমি বলেছিলাম সন্দীপকে তোমার বক্তব্য ক্লাবের কাছে রাখতে বা ইমামির কাছে রাখতে। তখন তারা বিচার করবে কি হবে না হবে। আমদের এখন একমাত্র টার্গেট সুপার কাপ। আমি ব্যক্তিগত ভাবে কোনো বসার কথা ভাবছি না,” বলেছেন লাল হলুদের শীর্ষকর্তা। লগ্নিকারী বনাম ক্লাবের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। দেবব্রত সরকার জানিয়েছেন,“ ক্লাব এবং কোম্পানি আলাদা নয়। কোম্পানি যা পরিচালনা করে তাদের আমি বা আমরা সমর্থন করি। আমরা অনুরোধ করছি সবাইকে দলের পাশে থাকুন। আবারও বলছি আমদের এখন একটাই টার্গেট সুপার কাপ ।” তড়িঘড়ি নতুন গোলরক্ষক কোচ নিয়ে ভাবা হচ্ছে না বলে জানানো হয়েছে। তবে যদি অস্কার কিছু নতুন গোলরক্ষক কোচ নিয়োগের ব্যাপারে পরামর্শ দেয় তাহলে সেটা দেখা হবে। গোয়ায় দলের পাশে দাঁড়াতে ইস্টবেঙ্গল প্রতিনিধিরা যাওয়ার কথা চিন্তা করা হচ্ছে। তবে গোয়ায় দলের সঙ্গে কথা হচ্ছে নিয়মিত দেবব্রত সরকারের। দল প্র্যাকটিস করার মাঠ পাচ্ছে না বলে অভিযোগ জানিয়েছে ইস্টবেঙ্গল।
অস্কারই নেতা,সন্দীপ বিতর্কে কোচের পাশে ইস্টবেঙ্গল,জানিয়ে দিলেন দেবব্রত সরকার
















Leave a Reply