Advertisement

জয়ের আশায় বাংলা, গুজরাতের বিরুদ্ধে ভরসা শামি-শাহবাজ়, ২৮২ রানে এগিয়ে ঈশ্বরণেরা

রঞ্জি ট্রফির ম্যাচে তৃতীয় দিনের শেষে গুজরাতের থেকে ২৮২ রানে এগিয়ে বাংলা। দ্বিতীয় ইনিংসে অভিমন্যু ঈশ্বরণদের হাতে রয়েছে ৪ উইকেট। ইডেন গার্ডেন্সের ২২ গজে অপরাজিত রয়েছেন অনুষ্টুপ মজুমদার এবং সুরজ সিন্ধু জয়সওয়াল।
রবিবার খেলার শেষ গুজরাতের প্রথম ইনিংসের রান ছিল ৭ উইকেটে ১০৭। সেখান থেকে দলের রান ১৬৭-তে পৌঁছে দেন অধিনায়ক মনন হিংরাজিয়া। ২২ গজের এক প্রান্ত আগলে রাখেন তিনি। তাঁকে আউট করতে পারলেন না মহম্মদ শামি, শাহবাজ় আহমেদেরা। আগের দিন ৪১ রানে অপরাজিত থাকা ব্যাটার দলের ইনিংসের শেষ পর্যন্ত পিচে থেকে খেললেন ৮০ রানের ইনিংস।
প্রথম ইনিংসে ২৭৯ রান করায় ১১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলা। সুদীপ কুমার ঘরামি (৫৪) এবং ঈশ্বরণের (২৫) প্রথম উইকেটের জুটিতে ওঠে ৫৫ রান। নতুন বলের পালিশ তাঁরা তুলে দিলেও বাংলার অধিকাংশ ব্যাটার সুযোগ কাজে লাগাতে পারলেন না। কাজ়ি সইফি (১), অভিষেক পোড়েল (১), সুমন্ত গুপ্তেরা (১১) দাঁড়াতে পারলেন না। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে রান পেলেন না শাহবাজ় (২০)। অভিজ্ঞ অনুষ্টুপ (অপরাজিত ৪৪) কারও সঙ্গে কার্যকরী জুটি তৈরি করতে পারলেন না। পারলে তৃতীয় দিনের শেষে আরও ভাল জায়গায় থাকতে পারত বাংলা। মঙ্গলবার ম্যাচের দিন সরাসরি জয়ের জন্য আরও আত্মবিশ্বাসের সঙ্গে ঝাঁপাতে পারতেন ঈশ্বরণেরা। বাংলার ব্যাটারদের সবচেয়ে ঝামেলায় ফেললেন সিদ্ধার্থ দেসাই। ৪৮ রানে ৪ উইকেট তাঁর। তবে সুদীপ এবং অভিষেককে পর পর সাজঘরে ফিরিয়ে বাংলার ইনিংসকে চাপে ফেলে দিয়েছিলেন আরজ়ান নাগওয়াসওয়ালা (৫৮/২)।
প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্ট নিশ্চিত বাংলার। ৬ পয়েন্ট ঘরে তুলতে হলে শেষ দিন দায়িত্ব নিতে হবে শামি, শাহবাজ়দেরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *