Advertisement

কোথায় গেলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা? আসানসোলের দেওয়ালে দেওয়ালে প্রশ্নর পোস্টার শুরু হয়ে গেছে ‘ছটপুজো’!

কোথায় গেলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা? আসানসোলের দেওয়ালে দেওয়ালে প্রশ্নর পোস্টার শুরু হয়ে গেছে ‘ছটপুজো’! হিন্দি ভাষাভাষীদের অন্যতম উৎসব। কিন্তু কোথায় সাংসদ? ‘লাপাতা বিহারীবাবু’! উৎসবের মরশুমে একবারও নিজের সংসদীয় এলাকায় একবারও দেখা যায়নি আসানসোলের তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহাকে। এবার ছটপুজোতেও অধরা তিনি। আর তাই এবার তাঁর নামে নিখোঁজ পোস্টারে ছয়লাপ এলাকা! কুলটি স্টেশন সংলগ্ন এবং বরাকর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সাংসদ শত্রুঘ্ন সিনহা নিখোঁজ পোস্টার দেখা গেল। পোস্টারের নিচে লেখা ‘আসানসোল কি জনতা’। তবে এই জনতা কে বা কারা, সে বিষয়ে ধন্দ রয়েছে। বিষয়টি নিয়ে যথারীতি জেলার অন্দরে তরজায় জড়িয়েছে বিজেপি-তৃণমূল। তবে আসল কথা উৎসবের মরসুমে সাংসদ গেলেন কোথায়? এখন পর্যন্ত সেই প্রশ্নের উত্তর নেই তৃণমূলের কাছে। শত্রুঘ্নকে ‘বহিরাগত’ বলে প্রথম থেকেই আক্রমন করেছে অন্যান্য দল। এ কথাও শোনা গেছে তিনি এলাকায় একদম সময় দেন না। এবার সেই নিয়েই ‘আসানসোল কি জনতা’। চব্বিশের ভোটে কার্যত ধোপেই টেকেনি বিজেপির ‘বহিরাগত’ প্রচার। এই পরিস্থিতিতে সস্তার রাজনীতি করে নিজেদের জমি খুঁজে পেতে বিজেপিই তাঁর নামে নিখোঁজ পোস্টার দিয়েছে বলে অভিযোগ জেলা তৃণমূল নেতৃত্বে। তাদের পালটা দাবি, সাংসদ নিখোঁজ নন, বরং সারাবছর কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারকেই দেখা যায় না। এদিকে বিজেপি নেতৃত্ব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তাদের পালটা দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ। ওখানকার স্থানীয় নেতৃত্ব মোটেই সাংসদ হিসেবে শত্রুঘ্ন সিনহাকে মেনে নিতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *