Advertisement

দুর্বল ডেম্পোর কাছে কোটি টাকার দল বানিয়েও লজ্জার ড্র মোহনবাগানের

অনেকেই মনে করেছিল, ডেম্পোকেও বোধহয় মেরিনার্সরা ২ আঙুলের ফাঁকে টিপে মারবে। কিন্তু, সেই স্বপ্ন আপাতত স্বপ্নই রয়ে গেল। কোটি-কোটি টাকার বিনিময়ে মোহনবাগান সুপার জায়ান্ট দল গড়া হলেও, বিদেশিহীন ডেম্পোর কাছে তারা শেষপর্যন্ত আটকে গেল মঙ্গলবার (২৮ অক্টোবর) ডেম্পো এসসি কার্যত নাক কেটে দিল মোহনবাগান সুপার জায়ান্টের। গোলশূন্য ড্রয়ে শেষপর্যন্ত ম্যাচটা শেষ হল। আর এমন ফলাফল দেখে সবুজ-মেরুন সমর্থকরা কার্যত হতাশায় ভেঙে পড়েছেন।

, মোহনবাগান সুপার জায়ান্ট, ডেম্পো এসসি, সুপার কাপ ২০২৫, মোহনবাগান ম্যাচ, মোহনবাগান বনাম ডেম্পো, ইন্ডিয়ান ফুটবল, আইএসএল ২০২৫, সবুজ-মেরুন, জেমি ম্যাকলারেন, মোহনবাগান সংবাদ, কলকাতা ডার্বি

কবি সুকান্ত ভট্টাচার্য্যর ‘আগামী’ কবিতায় একটি লাইন রয়েছে — ‘ক্ষুদ্র তবে তুচ্ছ নই।’ এই শব্দগুচ্ছ যে চলতি সুপার কাপের অন্যতম দুর্বল দল ডেম্পো এসসি-র জন্য একেবারে প্রযোজ্য, তা বলা যেতেই পারে। গত ২৫ তারিখ তারা ইস্টবেঙ্গলকে আটকে দিয়েছিল। ২-২ গোলে ড্র হয়েছিল খেলা। আর মঙ্গলবার (২৮ অক্টোবর) কার্যত নাক কেটে দিল মোহনবাগান সুপার জায়ান্টের। গোলশূন্য ড্রয়ে শেষপর্যন্ত ম্যাচটা শেষ হল। আর এমন ফলাফল দেখে সবুজ-মেরুন সমর্থকরা কার্যত হতাশায় ভেঙে পড়েছেন।

চলতি সুপার কাপ অভিযান জয় দিয়েই শুরু করেছিল মোহনবাগান। চেন্নাইন এফসি-কে তারা ২-০ গোলে পরাস্ত করেছিল। দুটো গোলই করেছিলেন জেমি ম্য়াকলারেন। এই পরিস্থিতিতে অনেকেই মনে করেছিল, ডেম্পোকেও বোধহয় মেরিনার্সরা ২ আঙুলের ফাঁকে টিপে মারবে। কিন্তু, সেই স্বপ্ন আপাতত স্বপ্নই রয়ে গেল। কোটি-কোটি টাকার বিনিময়ে মোহনবাগান সুপার জায়ান্ট দল গড়া হলেও, বিদেশিহীন ডেম্পোর কাছে তারা শেষপর্যন্ত আটকে গেল।

মলিনার অতিরিক্ত আত্মবিশ্বাসই ‘কাল’ হল মোহনবাগানের?

খাতায়-কলমে এই ম্য়াচে মোহনবাগান সুপার জায়ান্ট যে অনেকটাই শক্তিশালী ছিল, তা বলা যেতেই পারে। এই পরিসংখ্যানই কি বাগান কোচ হোসে মলিনার অহংবোধ অনেকটা বাড়িয়ে দিয়েছিল? এমন প্রশ্নই আপাতত তুলতে শুরু করেছেন সবুজ-মেরুন সমর্থকরা। নাহলে, কেন তিনি নিজের দলে ৮ ফুটবলারকে বদল করে মাঠে নামবেন? ইস্টবেঙ্গল বনাম ডেম্পো ম্য়াচ দেখে প্রতিপক্ষের শক্তি সম্পর্কে কি তিনি একেবারে ওয়াকিবহাল ছিলেন না? নাকি অতিরিক্ত আত্মবিশ্বাসই তাঁকে দাম্ভিক করে তুলেছিল? সেই উত্তর আপাতত তোলা থাক।

ডেম্পোর বিরুদ্ধে হোসে মলিনা ৪-৪-২ ছকে দল নামিয়েছিলেন। কিন্তু, গোল্ডেন ঈগলের ‘দূর্ভেদ্য’ ডিফেন্স তাঁর ছেলেরা ভাঙতে পারলেন না। সত্যি কথা বলতে কী, এই ম্য়াচে মোহনবাগানের তুলনায় ডেম্পোর খেলা অনেক বেশিই নজর কেড়েছে।

আগামী ম্য়াচে মোহনবাগানের সামনে অগ্নিপরীক্ষা। ৩১ অক্টোবর কলকাতা ডার্বি ম্য়াচ খেলতে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। প্রসঙ্গত, মঙ্গলবার আবার দিনের প্রথম ম্য়াচে চেন্নাইন এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি। এই ম্য়াচে তারা ৪-০ গোলে জয়লাভ করেছে। সঙ্গে উঠে এসেছে শীর্ষস্থানে। এই আত্মবিশ্বাসটা লাল-হলুদ ব্রিগেড আগামী ম্য়াচে অবশ্যই কাজে লাগাতে চাইবে। সঙ্গে নিতে চাইবে ২০২৫ আইএফএ শিল্ড ফাইনালের বদলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *