রাজ্য ও নির্বাচন কমিশন সংঘাটের মধ্যেই কমিশনের নতুন বার্তা রাজ্যের উদ্দেশ্যে – বৃহস্পতিবারের মধ্যে BLO দের নিয়োগপত্র নিতে হবে। অন্যথায় তাদের সাসপেন্ড করা হবে। বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের উপর নির্ভর করছে রাজ্যে শুরু হওয়া বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এবার একদম নিচুস্তরের এই অফিসারদের বিরুদ্ধে আরও কড়া মনোভাব নিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবারের মধ্যে দায়িত্বভার গ্রহণ না করলে বিএলওদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিল কমিশন।কমিশনের এক আধিকারিকের কথায়, “ব্লক লেভেল অফিসারদের দায়িত্ব ভোটার তালিকার ভিত্তি মজবুত করা। দায়িত্ব না নিলে সমগ্র প্রক্রিয়াই ব্যাহত হয়।” কমিশন সূত্রে আরও খবর, প্রতিটি জেলার প্রশাসনকে নির্দেশ পাঠানো হয়েছে, বৃহস্পতিবার দুপুরের মধ্যে যদি কেউ কাজে যোগ না দেন, তবে তাঁদের নামের তালিকা কমিশনে পাঠাতে হবে। কমিশনের এক কর্তার কথায়, “অনেক শিক্ষক নানা অজুহাত দেখাচ্ছেন। কিন্তু কমিশন এবার আর ছাড় দিতে রাজি নয়।” নির্বাচন কমিশনের তরফে বার্তা স্পষ্ট -“দায়িত্ব নিতে হবে, নয়তো ফল ভোগ করতে হবে।” বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক মঙ্গলবারই জানিয়েছেন আগামী ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করবেন বিএলওরা। এনুমারেশন ফর্ম দেবেন তাঁর। অথচ সেই বিএলও নিয়ে সমস্যা তৈরি হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের ৮০ হাজারের বেশি বুথে বিএলও নিয়োগ করা হবে। কিছু জায়গায় এখনও শূন্যপদ রয়েছে। তারই মাঝে বেশিরভাগ বিএলও নিয়োগপত্র নিতে না চাওয়ায় সমস্যা তৈরি হয়েছে। সে কারণেই এবার ডেডলাইন বেঁধে দিল কমিশন। বৃহস্পতিবার বেলা ১২টার মধ্যে নিয়োগপত্র না নিলে সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বেলা ১২টার মধ্যে BLO দের নিয়োগপত্র নিতেই হবে, অন্যথায় – – –
















Leave a Reply