Advertisement

শরৎশেষে আবারও আবহাওয়ায় দেখা দিচ্ছে অনিশ্চয়তার ছাপ।

শনিবার সকাল থেকেই শহরের আকাশে মেঘের দাপট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হালকা রোদ চোখ মেললেও দুপুরের পর থেকেই বাড়বে আদ্রতা ও অস্বস্তি।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে একাধিক জায়গায় হতে পারে বজ্রসহ বৃষ্টি।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় **৩৩ ডিগ্রি সেলসিয়াস**, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি।

ন্যূনতম তাপমাত্রা **২৬ ডিগ্রি সেলসিয়াস**। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশের কাছাকাছি থাকায় গরমে অস্বস্তি থাকবে দিনভর।দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, বিশেষত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং নদীয়ায় স্থানীয়ভাবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং–এ হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পরামর্শ, বিকেলের পর খোলা আকাশের নিচে কর্মরতদের সাবধানতা অবলম্বন করা উচিত।

বজ্রপাতের আশঙ্কা থাকায় কৃষিজীবীদেরও মাঠে কাজ করার সময় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।**সারমর্ম:** > সকাল থেকে মেঘলা, দুপুরে উষ্ণতা, আর বিকেল থেকে বৃষ্টির আভাস — এই ছন্দেই কাটবে আজকের দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *