Advertisement

শহরের বেশ কয়েকটি জায়গায় বিশ্বকাপ ফাইনাল দেখাতে চলেছে SFI

রাজনীতির জগতে অনেকটাই ব্যাকফুটে বাম রাজনীতি। সামনে চলে এসেছে তৃণমূল ও বিজেপি। এবার ভোটের আগে প্রাসঙ্গিক হতে চাইছে বামপন্থীরা।

আর সেই কারণেই তারা যুবকদের মন কাড়তে বদ্ধ পরিকর। ক্রিকেট বাঙালির এক উন্মাদনা। সেই উন্মাদনাকে হাতিয়ার করতে চাইছে রাজনীতির ময়দানে অনেকাংশে ফিকে হয়ে যাওয়া সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই! মহানগরের একাধিক জায়গায় লাইভ ম্যাচ দেখার ব্যবস্থা করেছে তারা।

সংগঠন সূত্রে জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের পার্কিং লটে ফাইনাল দেখানোর ব্যবস্থা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই সংগঠন।

শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নয়, বড়িষা সরশুনা লোকাল কমিটির তরফে ডিএইচ রোডে শিলপাড়া মোড়েও দেখানো হবে সরাসরি সম্প্রচার। এছাড়াও যাদবপুরের বিক্রমগড়েও বেলা ৩টে থেকে এসএফআইয়ের তরফে ম্যাচ দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

তবে শুধু আজকের ম্যাচ নয়, আগেও গুরুত্বপূর্ণ খেলা দেখানোর আয়োজন করতে দেখা গিয়েছে তাদের। এসআইআর নিয়ে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। শীতের মরশুম চলে এলেও বাংলার রাজনীতির হাওয়া এখন বেশ গরম।

এদিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এমন আবহে ক্রিকেটের আবেগকে কাজে লাগিয়ে যুবদের মনে হাওয়া তোলার চেষ্টা করছে এসএফআই। এমনটাই কটাক্ষ বাম বিরোধী রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *