Advertisement

সাপের হাইবারনেশন বা শীতনিদ্রা

একটি প্রতিবেদন পৃথিবীর অন্যতম রহস্যময় প্রাণী। গ্রীষ্ম ও বর্ষায় এদের দেখা মেলে ঘন ঘন, কিন্তু শীত নামলেই হঠাৎ যেন অদৃশ্য হয়ে যায়! প্রশ্ন ওঠে, শীতে সাপেরা কোথায় যায়?

তারা কি মরে যায়, না কি ঘুমিয়ে থাকে? বিজ্ঞান বলছে, উত্তরটি সত্যিই চমকপ্রদ। বিজ্ঞানীদের মতে, সাপের দেহে ঠান্ডা রক্ত থাকে। অর্থাৎ, তারা নিজেদের শরীরের তাপমাত্রা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে না।

বাইরের আবহাওয়ার তাপমাত্রাই তাদের শরীরের তাপমাত্রা নির্ধারণ করে। ফলে শীতের সময় তাপমাত্রা নেমে গেলে তাদের দেহ নিস্তেজ হয়ে যায়, গতি মন্থর হয়, শক্তি ক্ষয় কমাতে তারা একপ্রকার “ঘুমের” অবস্থায় চলে যায়।

এই সময় তারা নিরাপদ জায়গায় আশ্রয় নেয় — যেমন মাটির গর্তে, পাথরের ফাঁকে, গাছের শেকড়ের নিচে বা পরিত্যক্ত গুহায়। এই দীর্ঘ নিদ্রাকালকে বলা হয় হাইবারনেশন বা শীতনিদ্রা।

সাপের ঘুম কেমন হয়? অনেকেই বলেন, “সাপ ঘুমোয় না, কারণ তাদের চোখ সবসময় খোলা থাকে।” আসলে সাপের চোখে চোখের পাতা থাকে না। তাদের চোখে একটি স্বচ্ছ স্তর থাকে যা ধুলোবালি বা আঘাত থেকে চোখকে রক্ষা করে।

ফলে তারা ঘুমোলেও চোখ খোলা অবস্থায়ই দেখা যায়। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, সাপেরও ঘুমের চক্র রয়েছে। ঘুমের সময় তাদের শ্বাস-প্রশ্বাস ধীর হয়ে আসে, শরীর একদম নিস্তব্ধ হয়ে যায়, এমনকি শব্দ বা আলোতেও তারা তৎক্ষণাৎ সাড়া দেয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *