অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের মতো এবার অযোগ্য শিক্ষা কর্মীদের তালিকায় প্রকাশ পাচ্ছে একে একে তৃণমূল নেতা কর্মীদের নাম। তৃণমূল বিধায়কের ভাইয়ের নাম লিস্টে বেরতেই খোঁচা দিতে শুরু করেছে বিরোধীরা।
যাঁর নাম বেরিয়েছে, তিনি শুধু বিধায়কের ভাই নন, তাঁর আরও একটা পরিচয় রয়েছে। তিনি পঞ্চায়েতের উপপ্রধানও। কীভাবে পেলেন ওই চাকরি! উঠেছে প্রশ্ন। সাফাই দিলেন বিধায়ক।
এসএসসি-র প্রকাশ করা গ্রুপ ডি অযোগ্যদের তালিকায় রয়েছে বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিকের খুড়তুতো ভাই শান্তনু মালিকের নাম। বর্তমানে শান্তনু মালিক হাটগোবিন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান।
বিজেপির অভিযোগ, বিধায়ক প্রভাব খাটিয়ে ঘুরপথে ভাইকে চাকরি পাইয়ে দিয়েছেন। বিধায়ক নিশীথ কুমার মালিককে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার ভাই সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল। আমার মাধ্যমে চাকরি হয়নি।
বিরোধীরা এটা নিয়ে মিথ্যা প্রচার করছে। কোর্টের মাধ্যমে চাকরি গিয়েছে। এর থেকে বেশি কিছু বলতে চাইনা।” কিন্তু বিজেপি প্রশ্ন তুলছেই। এলাকার বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র প্রশ্ন করেছেন, “অযোগ্য তালিকায় নাম থাকা এক ব্যক্তিকে পঞ্চায়েতের উপ প্রধান করতে হল! স্বচ্ছ ভাবমূর্তির কি অভাব রয়েছে তৃণমূলে?” এসএসসি-র তৈরি অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকায় নাম রয়েছে মোট ৩ হাজার ৫১২ জনের নাম।
















Leave a Reply