ইডেন টেস্ট অতীত। নজরে গুয়াহাটি। সেই লক্ষ্যেই মঙ্গলবার সকালে অনুশীলনে নেমে পড়ল ভারতীয় দল। ঐচ্ছিক অনুশীলন, তাই ইডেনে আয়োজিত প্র্যাকটিস পর্বে ভারতীয় দলের সবাই আসেননি। দুই টেস্টের সিরিজে ভারত ইতিমধ্যে ০-১ ব্যবধানে পিছিয়ে। তাই অসমে প্রথমবার আয়োজিত টেস্টের আসরে ভারতীয় দল যেকোনও মূল্যে জয় তুলতে মরিয়া। এরই মধ্যে ভারতীয় দলে সবচেয়ে বড় ধাক্কা অধিনায়ক শুভমান গিলকে ঘিরে অনিশ্চয়তা। ইন্টার স্পাইনাস লিগামেন্ট ইনজুরিতে আক্রান্ত । এমআর আই এই সমস্যা ধরা পড়েছে। সমস্যাটা পুরানো। তবে গুরুতর নয়। পর্যবেক্ষনে রাখা হয়েছে। দ্বিতীয় টেস্টে অনিশ্চিত। ভারতীয় দল বুধবার অসম রওনা হচ্ছে। অধিনায়ক একদিন পরে কলকাতা ছাড়বেন। ফলে গিলের বিকল্প খুঁজতেই গৌতম গম্ভীর অ্যাণ্ড কোং মরিয়া। মঙ্গলবার ইডেনে ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলনে মাত্র ছয় জন উপস্থিত ছিলেন। দেবদত্ত পাল্লিকল,সাই সূদর্শন,রবীন্দ্র জাদেজা,আকাশদীপ,ধ্রুব জুরেল,ওয়াশিংটন সুন্দর উপস্থিত ছিলেন। প্র্যাকটিসে দীর্ঘ সময় ধরে ব্যাট করতে দেখা গেল সাই সূদর্শন এবং দেবদত্ত পাল্লিকলকে। দুজনেই পেসার স্পিনারদের বিরুদ্ধে ব্যাটিং অনুশীলন করেন। দীর্ঘক্ষন এই দুজনকে থ্রো ডাউনের বিরুদ্ধেও ব্যাট করতে দেখা যায়। এমনকি দুই ব্যাটারের সঙ্গে গৌতম গম্ভীর এবংব্যাটিং কোচ সীতাংশু কোটাক কথা বলেন। আকাশদীপের বলে বারবার দুই ব্যাটার খোঁচা দিচ্ছিলেন। তাই দুজনের সঙ্গে কথা বলেন ভারতীয় দলের ব্যাটিং কোচ। একইভাবে এলবিডব্লুর সমস্যা এড়াতে এক পায়ে প্যাড পড়ে বল করতেও দেখা যায়। সাই সুদর্শন এবং দেবদত্ত পাল্লিকলে বেশি নজর থাকলেও বাকিদেরও নেটে দীর্ঘক্ষন ব্যাট করতে দেখা যায়। দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে পরাজয়ের পরে দলের টেস্ট ম্যাচ খেলার মানসিকতার অভাবের কথা বলেছিলেন। মাঝের কয়েকদিনে সেই মানসিকতার কতটা পরিবর্তন হল তা সময় বলবে। তবে অসম টেস্টে প্রত্যাঘাত দেওয়ার জন্য ভারতীয় দলে এখন ওয়েকআপ কল। মঙ্গলবার ইডেনে একাধিক চিকিৎসকের উপস্থিতি ছিল। শুভমান গিলের ঘাড়ে চোট লাগার দিনে বিশেষজ্ঞ চিকিৎসক অনুপস্থিত থাকার অভিযোগ ভারতীয় দলের তরফে করা হয়েছিল। মঙ্গলবার সেই অভিযোগ যাতে না ওঠে সেইজন্য বাড়তি তৎপরতা সিএবির। তবে ইডেনের আকর্ষনীয় ছবি কিউরেটর সুজন মুখার্জীর সঙ্গে গৌতম গম্ভীর এবং সীতাংশু কৌটাকের করমর্দন। প্রথম টেস্টের কয়েকদিন আগে থেকে যেভাবে কিউরেটর বনাম ভারতীয় দলের পিচ নিয়ে গোলাবারুদ, চলেছে মঙ্গলবার সকালে দুপক্ষের সৌজন্য বিনিময়ে তার বোধহয় সমাপ্তি হল।
গৌহাটি যাওয়ার আগে ইডেনে অনুশীলন সারলো ভারতীয় দল
















Leave a Reply