বাংলাদেশের বিরুদ্ধে লজ্জার হার ভারতের
এর আগে শেষবার ২০০৩ সালে বাংলাদেশের বিরুদ্ধে হেরেছিল ভারত। সেই দীর্ঘ ২২ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটল মঙ্গলবার ঢাকায়। ২০২৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ০-১ ব্যবধানে হেরে, মাঠ ছেড়েছে ভারতীয় দল। যদিও এই ম্যাচটি দুই দলের কাছেই ছিল শুধুমাত্র নিয়মরক্ষার। খালিদ জামিল হেড কোচ হিসেবে ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর, ফুটবলপ্রেমীরা আশা দেখেছিলেন যে হয়তো ভারতীয় কোচের হাত ধরে আবারও সুদিন ফিরবে ভারতীয় দলের। কিন্তু সেটা স্বপ্নই থেকে গেল। কোচের ভুল দল নির্বাচন এবং ফুটবলারদের হতশ্রী পারফরম্যান্সের কারণেই বাংলাদেশের বিরুদ্ধে হেরে মাঠ ছাড়তে হল ভারতকে। এই হারের ফলে এশিয়ান কাপের গ্রুপ পর্বে সবার শেষে নেমে গেল ভারতীয় দল।
ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় বাংলাদেশ। ১১ মিনিটের মাথায় বামপ্রান্ত থেকে রাকিব হোসেনের বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন শেখ মোরসালিন। গোল হজম করার পর আক্রমনে ঝাঁজ বাড়াতে শুরু করেন ভারতীয় ফুটবলাররা। তবে আক্রমনে উঠলেও কাজের কাজ করতে পারছিলেন না রহিম আলি, সুরেশ সিং ওয়াংজামরা। ৩১ মিনিটে গোলরক্ষকের ভুলে প্রায় গোল পেয়ে গেছিল ভারত। তবে লালিয়ানজুয়ালা ছাঙতের সেই গোলমুখী শট রুখে দেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী। ফলে প্রথমার্ধে ০-১ ব্যবধানে পিছিয়ে থাকে ভারত।
দ্বিতীয়ার্ধে দলে পরিবর্তন আনেন খালিদ। নাওরেম মহেশ সিং এবং তরুণ ফুটবলার সানান মহম্মদকে মাঠে নামান তিনি। এই দুটি পরিবর্তনের ফলে, কিছুটা হলেও ভারতীয় আক্রমণে ঝাঁজ বাড়ে। তবে আক্রমণ করলেও, সেভাবে বাংলাদেশ গোলরক্ষককে চাপের মুখে ফেলতে পারেননি ভারতীয় ফুটবলাররা। অপরদিকে ভারতের আক্রমণকে দারুনভাবে রুখে দিচ্ছিলেন হামজা চৌধুরী, তপু বর্মনরা। যেই কারণে দ্বিতীয়ার্ধে গোলমুখ আর খুলতে পারেনি ভারত।















Leave a Reply