Advertisement

এবারও ইতালি সরাসরি বিশ্বকাপে যেতে পারলনা

কুশল চক্রবর্তী-:

চারবারের ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালি আবার বিপদের সন্মুখিন। ইউরোপীয় বিশ্বকাপ যোগ্যতা নির্ণায়ক ম্যাচে নরওয়ের কাছে ৪-১ গোলেহেরে, আবার গত দুবারের মত ইতালি এবারও প্লে অফ ম্যাচের মুখোমুখি। ১৯৩৪,১৯৩৮ ১৯৮২ আর ২০০৬ সালে যারা বিশ্ব ফুটবলের সেরার শিরপা জিতেছিল, তারা ২০১৮ আর ২০২২ সালে বিশ্বকাপে যোগ্যতা অর্জনই করতে পারেনি। এটাই ছিল বিস্ময়ের ব্যাপার।সেই দুবারই তারা প্লে অফে হেরে গিয়েছিল। ২০১৮ সালে তাদের প্লে অফে হারিয়ে ছিল সুইডেন ১-০ গোলে আর ২০২২ সালের প্লে অফে তারা হেরে গিয়েছিল বিস্মকর ভাবে উত্তর ম্যাসিডনিয়ার কাছ,১-০ গোলে। জিয়ালিগি বুফো, রবার্টও বাজ্জও, পাওল রসি, ফ্রাঙ্ক বারসি, সিলাচি, মারিও বালাতলি,তত্তি,নেস্তা,দেল পিয়ারর দেশের এই অবস্থা ভাবতেও অবাক লাগে। ২০২১ সালে ইউরোপিয়ান কাপ জেতার পর থেকে ইটালি এবার বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক খেলায় একটু অন্য রকম ভাবে শুরু করার ইচ্ছা নিয়ে উদয় হয়েছিল।কিনু বাস্তবে ঘটেছিল তার উল্টোটা। প্রথম ম্যাচেই তাদের ৩-০ গোলে নরওয়ের কাছে হেরে ব্যাকফুটে চলে যায়। কোচ লুসিয়ানি স্প্লেতি ছাটাই হতে হতে তারা মালদভাকে ২-০ গোলে হারালেও, খেলায় খুব বেশী কিছু পরিবর্তন আসেনি। তবে নতুন কোচ গাত্তুসো এসে ইসারাইল, মলদভা আর এস্তনিয়াকে হারালেও দু ম্যাচেই নরওয়ের কাছে হার ইটালিকে কোণঠাসা করে দেয়।বলতে গেলে এরি হালান্ড, ম্যানচেস্টার সিটির নরওয়ের স্ট্রাইকারই, ইটালির সরাসরি বিশ্বকাপে যাবার রাস্তায় বাধা হয়ে দাড়ায়। নরওয়ের সাথে দ্বিতীয় পর্বের খেলা শেষ হবার পর গাত্তুসো ইতালিয়ান ফুটবল প্রেমীদের কাছে ক্ষমা চেয়ে নিলেও, একথাও বলেন, “আগে কিন্তু ইউরোপ থেকে গ্রুপের দ্বিতীয় দলও বিশ্বকাপে যোগ্যতাঅর্জন করত”। কিন্তু এটা মনে রাখা দরকার এবারের বিশ্বকাপ কিন্তু প্রথম বারেরজন্য ৪৮ দলের প্রতিযোগিতা। তবে ইটালির বিশ্বকাপ খেলার আশা এখনও শেষ হয়ে যায়নি। কারন তারা প্লে অফ খেলতে পারবে। ইউরোপিয়ান ১২টি গ্রুপের রানার্স হওয়া দল আর ২৪-২৫ ইউএফা জাতীয় লীগের প্রথম সারির চারটে দল, যারা কিনা এখনও অবধি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি তাদের নিয়ে এই যোগ্যতানির্ণয়কারী খেলা হবে। চারটে গ্রুপে ভাগ করা হবে এই দলগুলোকে।চারটেগ্রুপের চ্যাম্পিয়নরা বিশ্বকাপে খেলবার যোগ্যতা অর্জন করবে।২০শে নভেম্বরযখন লটারির মাধ্যমে এই গ্রুপ বিন্যাস হবে তখন বোঝা যাবে, ইতালিকে এবার কাদের হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে পৌঁছতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *