Advertisement

ক্যানসার আক্রান্ত মাইকেল ক্লার্ক

News Desk : অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ক্লার্ক নিজেই এই খবর জানিয়েছেন। ত্বকের ক্যানসার অপসারণের জন্য অস্ত্রোপচারও হয়েছে বলে জানিয়েছেন ক্লার্ক।

ক্লার্ক বুধবার ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছেন। সেটি অস্ত্রোপচারের পরের ছবি। সেখানে দেখা যাচ্ছে ক্লার্কের নাকের পাশে অস্ত্রোপচার হয়েছে। ক্লার্ক লিখেছেন, ‘‘ত্বকের ক্যান্সার বাস্তব! বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আমার নাক থেকে আরেকটা বাদ দেওয়া হয়েছে।’’

ক্যানসার নিয়ে সকলকে সতর্ক করে দিয়ে এরপর ক্লার্ক লিখেছেন, ‘‘ত্বকের পরীক্ষা করানোর জন্য সকলকে মনে করিয়ে দিচ্ছি। প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভাল। আমার ক্ষেত্রে নিয়মিত পরীক্ষা এবং প্রাথমিক স্তরে ক্যানসার ধরা পড়াটা গুরুত্বপূর্ণ ছিল। এর জন্য চিকিৎসকের কাছে আমি কৃতজ্ঞ।’’

ক্যানসারের সঙ্গে ক্লার্কের লড়াই এই প্রথম নয়। ২০০৬ সালে তাঁর প্রথম এই রোগ ধরা পড়েছিল। তার পর থেকে প্রায় ১২ বার ক্যানসার অপসারণ করা হয়েছে। গত বছর তাঁর বুকে অস্ত্রোপচার হয়। ২০২৩ সালে কপাল এবং মুখ থেকে ক্যানসার অপসারণ করা হয়।

ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ২০২৩ সালে ক্লার্ক অস্ট্রেলিয়ান স্কিন ক্যান্সার ফাউন্ডেশনের সঙ্গে কাজ শুরু করেন। জানান, তিনি বছরে দু’বার ত্বকের যাবতীয় পরীক্ষা করানোর চেষ্টা করেন। সারা বিশ্বের মধ্যে অস্ট্রেলিয়াতেই ত্বকের ক্যানসারের প্রবণতা সবচেয়ে বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *