News Desk : বিশ্ব থেকে যুদ্ধ বন্ধ করে শান্তিতে নোবেল পুরস্কারের একটা বাসনা প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিনি বুঝতে পেরেছেন তার বাসনা পূরণ হবার নয়। তাই এবার ভালো বাণিজ্য করার উদ্দেশ্যে ইউক্রেনকে যুদ্ধাস্ত্র বিক্রি করতে চলেছেন ট্রাম্প। প্রথম সারির এক মার্কিন সংবাদমাধ্যমে জানানো হয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের হাত শক্ত করতে বদ্ধপরিকর ট্রাম্প। সেই লক্ষ্যেই তাঁর প্রশাসন ৩৩৫০ ইউনিট ‘এক্সটেন্ডেড রেঞ্জ অ্যাটাক মিউনিশন’ (ইআরএএম) বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ভলোদিমির জেলেনস্কির দেশকে। যা কিনতে ইউক্রেনের খরচ পড়বে ৮৫ কোটি ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৭৪৫১ কোটি টাকা।
জানা গিয়েছে, আগামী ছ’সপ্তাহের মধ্যে এই ক্ষেপণাস্ত্রগুলি ইউক্রেনকে পাঠানো শুরু করবে আমেরিকা। কী এই ‘এক্সটেন্ডেড রেঞ্জ অ্যাটাক মিউনিশন’ মিসাইল? এটি ২৪০ থেকে ৪৫০ কিলোমিটার পাল্লার বিশেষ ক্ষেপণাস্ত্র, যা শত্রুর ঘরে প্রবেশ করে বড়সড় আঘাত হানতে সক্ষম। ওয়াকিবহাল মহলের মতে, এই ধরনের মিসাইল পাঠিয়ে আমেরিকা আসলে তার বিদেশনীতিতে পরিবর্তন আনল। এতদিন ধরে ট্রাম্প ইউক্রেনকে যে ধরনের অস্ত্র পাঠিয়েছে সেগুলি ছিল মূলত আত্মরক্ষার জন্য। কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্ট চাইছেন, ইউক্রেন রাশিয়ার ঘরে ঢুকে বড়সড় আঘাত হানুক।
















Leave a Reply